যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মিলিত হতে অনির্ধারিত এক সফরে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি, মেলানিয়া ট্রাম্প বুধবার ইরাক সফর করেন I বড়দিন উপলক্ষে সেনাবাহিনীকে তাদের সাফল্য,ত্যাগ ও সেবার প্রতি স্বীকৃতি জানাতে আকস্মিক সফরে তাঁরা ইরাক এসে পৌঁছান I প্রেসিডেন্ট হিসাবে সংঘাত পীড়িত কোনো এলাকায় এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম সফর I
সেনাবাহিনীর প্রতি ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সমর্থন করেবলেন, ISIS এখন পরাস্ত হবার পথে এবং তাদের CALIPHATE বিলুপ্ত হয়েছে; তাই এখন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার হবে একটি সঠিক পদক্ষেপ I