অ্যাকসেসিবিলিটি লিংক

সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেছেন ইরাকী প্রধানমন্ত্রী


ইরাকে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেছেন ইরাকী প্রধানমন্ত্রী নূরী-আল-মালিকী। মালিকীর নেতৃত্বের কারনে ইরাকীদের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে, যুক্তরাষ্ট্রের কিছু প্রভাবশালী সেনেটরের এ মন্তব্যের পর নূরী আল মালিকী যুক্তরাষ্ট্রের সাহায্য চাইলেন।

যুক্তরাষ্ট্রের সফরকালে মালিকী বুধবার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেশনাল ফরেন রিলেশনস কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার প্রেসিডেন্টবারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউজে তার বৈঠকের কথা রয়েছে।

এদিকে, বাগদাদ ও ইরাকের বিভিন্ন শহরে সিরিজ বোমা হামলা ও বিচ্ছিন্ন সহিংসতায় অন্তত ২০ জন নিহত ওবং ৬৫ জন আহত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে উত্তরের শহর কিরকুকে। সেখানে শহরের পুলিশ প্রধানের গাড়ী বহর লক্ষ করে দুটি গাড়ী বোমা ও একটি রোডসাইড বোমা হামলায় ৯ জন নিহত হয়। এছাড়া বাগদাদের কিছু শিয়া এলাকায় কয়েক দফা গাড়ী বোমা হামলায় ৮ জন নিহত হয়।
XS
SM
MD
LG