অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত


FILE - Fighters from the al-Qaida linked Islamic State of Iraq and the Levant (ISIL) marching in Raqqa, Syria.
ইরাকী পুলিশ সূত্রে বলা হয়েছে রাজধানীতে বেশ কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা বলেন সোমবার বাগদাদের বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ঘটে।

ইতিমধ্যে ফরাসী সংবাদ সংস্থার প্রকাশিত খবরে বলা হয়েছে বাগদাদের পশ্চিমাঞ্চলে পুলিশ তিন জন পুরুষ ও এক মহিলার দেহ পেয়েছে। মৃত দেহে নির্যাতনের চিহ্ন ছিল। মাথায় গুলি করে ওই চারজনকে হত্যা করা হয় বলে প্রকাশ।

জাতিসংঘ থেকে বলা হয়েছে গত বছর প্রায় ৯ হাজার মানুষ ইরাকে সহিংসতায় প্রাণ হারায়।
XS
SM
MD
LG