ইরাকের নিরাপত্তা বাহিনী ও সূন্নি বিক্ষোভকারিদের মধ্যেকার সংঘর্ষে মৃত্যু হয়েছে কম হলেও ২৩ জনের – জখম হয়েছেন ডজন কে ডজন মানুষ । স্থানিয় ও সামরিক বিভাগিয় কর্মকর্তারা বলছেন – ঘটনা ঘটে মঙ্গলবার কার্কুকের অদূরে হাও-ইজায় । নিরাপত্তা বাহিনীর লোকেরা প্রতিবাদ শিবিরে লোকজনকে গ্রেফতার করতে শুরু করলে গণ্ডগোল বেধে ওঠে । বন্দুক যুদ্ধে নিহতদের মধ্যে কম হলেও সৈনিক ছিলেন দু’জন ।
প্রধান মন্ত্রী নূরী আল মালিকির নেতৃত্বাধীন সরকার , সূন্নি বিক্ষোভকারিরা যেটাকে বৈষম্য বলে মনে করেন , সেই তার বিরুদ্ধে সূন্নি সম্প্রদায়ের হাজার হাজার লোক বিক্ষোভ শুরু করলে প্রচন্ড ঐ সংঘাতের সূত্রপাত ঘটে ।
প্রধান মন্ত্রী নূরী আল মালিকির নেতৃত্বাধীন সরকার , সূন্নি বিক্ষোভকারিরা যেটাকে বৈষম্য বলে মনে করেন , সেই তার বিরুদ্ধে সূন্নি সম্প্রদায়ের হাজার হাজার লোক বিক্ষোভ শুরু করলে প্রচন্ড ঐ সংঘাতের সূত্রপাত ঘটে ।