অ্যাকসেসিবিলিটি লিংক

এক মাসের মধ্যে ইরাকে তৃতীয় প্রধানমন্ত্রী মনোনীত


রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে সাম্প্রতিক প্রার্থীর পদত্যাগের পর বৃহস্পতিবার এক মাসের মধ্যে ইরাকের গোয়েন্দা প্রধানকে দেশের তৃতীয় প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।মারাত্মক অর্থনৈতিক সঙ্কট এবং মহামারীর মধ্যে নেতৃত্বের শূন্যতার হুমকি দিয়েছে এই ঘটনা।

গত ৪৮ ঘণ্টার মধ্যে যখন মূল শিয়া দলগুলি ইরাকের গোয়েন্দা প্রধান, মোস্তফা আল-কাদিমিকে তার পদে নেওয়ার জন্য সমাবেশ করেছিল, তখন আদনান আল-জুরফির প্রার্থিতা বাধাপ্রাপ্ত হয়। কুর্দি ও সুন্নি গোষ্ঠীর প্রধানরা যখন তার প্রার্থিতার পক্ষে সমর্থন প্রত্যাহার করে নেন তখন তাঁর সম্ভাবনা আরও হ্রাস পায়।

ইরাকের প্রেসিডেন্ট আল-জুরফির পদত্যাগের পরপরই কাদিমিকে (৫৩) প্রধানমন্ত্রী মনোনীত করেন।

XS
SM
MD
LG