অ্যাকসেসিবিলিটি লিংক

মরুভূমিতে আই এস অবস্থানের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অভিযান


ইরাকের সামরিক কর্মকর্তারা বলছেন যে সিরিয়ার সীমান্তবর্তী মরু অঞ্চলে ইসলামিক স্টেট যোদ্ধাদের শেষ অবস্থান থেকে সরিয়ে দেয়ার জন্য সরকারী বাহিনী একটি অভিযান চালিয়েছে।

এক বিবৃতিতে সামরিক বাহিনী বলছে যে ইরাকি সেনাবাহিনীর সৈন্যরা এবং শিয়াদের সংগঠন Popular Mobilization Forces ঐ সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের তাড়া দিতে এক যৌথ অভিযানে অংশ নিচ্ছে।

সেনাবাহিনীর কর্নেল সালাহ করিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে যে এর লক্ষ্য হচ্ছে অবশিষ্ট আই এস রা যাতে মরুভূমিতে পালিয়ে গিয়ে সেটাকে ঘাঁটি করে যাতে হামলা চালাতে না পারে , সেটা প্রতিরোধ করা।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মঙ্গলবার বলেছিলেন যে আই এস যোদ্ধাদের সামরিক ভাবে পর্যদূস্ত করা হয়েছে কিন্তু তিনি চূড়ান্ত বিজয় তখনই ঘোষণা করবেন যখন জঙ্গিদের মরুভূমি থেকেও উদ্ধার করা যাবে। ২০১৪ সালে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ জায়গা দখল করে আই এস স্বঘোষিত খেলাফত ঘোষনার পর গত সপ্তায় , আই এস নিয়ন্ত্রিত শেষ শহরটি ইরাকি বাহিনী আবারও নিজেদের দখলে নেওয়ায় ঐ গোষ্ঠিটির চূড়ান্ত পতনের আভাস পাওয়া গেল।

XS
SM
MD
LG