অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকিরা দুটি সুন্নি অধ্যূষিত প্রদেশে ভোট দিচ্ছেন



নিরাপত্তাজনিত কারণে দুই মাস দেরী করার পর ইরাকের দুটি সুন্নী অধ্যুষিত প্রদেশে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পশ্চিম আনবার এবং উত্তর নিনেভাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের ৬৯টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটার সংখ্যা ২০ লক্ষ ৮০ হাজার।

গাড়ী বোমা বিস্ফোরণ এড়াতে কর্তৃপক্ষ ঐ দুই প্রদেশের বড় শহরগুলোতে গাড়ী চলাচলের ত্তপর নিষেধাজ্ঞা জারি করেছে। নির্বাচন নিরাপদে করার লক্ষ্যে হাজার হাজার পুলিশ ত্ত সেনা মোতায়েন করা হয়েছে।

বিদ্রোহী অধ্যুষিত সাবেক এই এলাকার রাস্তাঘাট কড়া নিরাপত্তার কারণে অনেকটাই ফাঁকা। আনবার এবং নিনেভাহ প্রদেশে প্রধানমন্ত্রী নুরী-আল-মালিকি’র শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বহুবার বিক্ষোভ হয়েছে।

আগামী বছর অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনকে দেখা হচ্ছে রাজনৈতিক দলসমূহ কতোটা শক্তিশালী তার পরিমাপক হিসাবে।

শক্তি প্রদর্শনকারী দলসমূহের মধ্যে রয়েছে সুন্নী সংসদ স্পিকার ত্তসমান আল-নুজাফী’র ইউনাইটেড ব্লক, উপ-প্রধানমন্ত্রী সালেহ আল-মুৎলাকে’র এ্যারাব ইরাকিয়া কোয়ালিশন এবং ধর্মনিরপেক্ষ তবে সুন্নী-প্রধান ইরাকিয়া ব্লক, যার নেতৃত্বে রয়েছেন শিয়া রাজনীতিক আয়াদ আলাোয়ী।
XS
SM
MD
LG