অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী প্রধানমন্ত্রী হাইদার-আল-আবাদি যুক্তরাষ্ট্র সফর করছেন


ইরাকী প্রধানমন্ত্রী হাইদার-আল-আবাদি যুক্তরাষ্ট্র সফর করছেন। মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে বোঝাতে চেষ্টা করবেন যাতে ইসলামিক স্টেট জঙ্গী মোকাবিলায় তাঁর দেশকে যেন আরও সাহায্য দেয়া হয়।

আমেরিকা বলছে গত কয়েক মাসে ইরাকে তারা প্রায় ১৯’শ বিমান অভিযান চালিয়েছে। এবং বিদ্রোহীদের কাছ থেকে দখলকৃত এলাকাগুলো পুনরউদ্ধারের প্রচেষ্টায় বাগদাদের স্থল বাহিনীকেও তারা সাহায্য করেছে। যদিও ইরাকের দ্বিতীয় বৃহত্তর শহর মজুল এবং অন্যান্য প্রধান এলাকাগুলো এখনও ইসলামিক ষ্টেট জংগিদের দখলে রয়েছে ।

মনে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরাকের নেতারা/ ইরাক ও সিরিয়ায় চলমান লড়াই-এ ইসলামিক ষ্টেট জংগি দলের অবস্থান নিয়েই আলোচনা করবেন। মিঃ ওবামা ঐ অঞ্চলে স্থল বাহিনী মোতায়েনের বিষয়টি নাকোচ করে দেন তবে বিমান অভিযানএর অনুমতি দিয়েছেন ।

হোয়াইট হাউযে মিঃ আবাদী বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে সাহায্য সহযোগীতা বাড়িয়েছে। তবে আমরা আরো সাহায্য আশা করছি । মিঃ আবাদী পরে প্রেসিডেন্ট ওবামার সংগে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

XS
SM
MD
LG