অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাক আরও সামরিক সাহায্য চাইল



ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি , সে দেশে সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য প্রার্থনা করছে।

মি মালিকি ওয়াশিংটন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা ইরাকে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এর আগে ওয়াশিংটনে এক ভাষণে ইরাকি নেতা বলেন যে ইরাকে আল ক্বায়দা কিংবা আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ের কারণে ইরাক অন্যান্য বিষয়ে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হচ্ছে।

তিনি বলেন যে আরব বিপ্লব যদিও স্বৈরতন্ত্রকে নাড়া দিয়েছে , তবে এটি শুন্যতা পূরণে সক্ষম নয়।

এর আগে মি মালিকি সতর্ক করে দেন যে আল ক্বায়দা সন্ত্রাসী অভিযান চালানোর লক্ষে , সাম্প্রদায়িক ভেদবুদ্ধিকে কাজে লাগাচ্ছে।

শুক্রবার মি মালিকি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলবেন এবং অনুমান করা হচ্ছে যে তিনি ইরাকের সামরিক সক।সমতা বাড়াতে আরও সাহায্যের আবেদন জানাবেন।
XS
SM
MD
LG