অ্যাকসেসিবিলিটি লিংক

নর্দার্ন আয়ারল্যান্ডে সন্ত্রাসী আক্রমণে এক মহিলা সাংবাদিক নিহত


নর্দার্ন আয়ারল্যান্ডে বৃহস্পতিবার বন্দুকের গুলিতে একজন মহিলা সাংবাদিক প্রাণ হারিয়েছেন। পুলিশের উপপ্রধান মার্ক হ্যামিল্টন এক বিবৃতিতে জানিয়েছেন লন্ডনডেরির ক্রেগান শহরের ঐ বন্দুক হমলাকে সন্ত্রাসী আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং পুলিশ ঐ হত্যাকাণ্ডেরতদন্ত শুরু হবে।

এক টুইটার বার্তায় বলা হয় ২৯ বছর বয়সী স্থানীয় সাংবাদিক লিয়না ও’নীলের পাশে অন্য আরেক জন মহিলা দাঁড়িয়ে ছিলেন, তিনি জানান “গুলি লাগার পর পর দাঁড়িয়ে থাকা একটি পুলিশের ল্যান্ড রোভার গাড়ির পাশেই সে পরে গেল। আমি এম্ব্যুল্যান্স ডাকে ছিলাম তবে পুলিশ তাদের গাড়ীর পেছনের সিটে তাকে তুলে হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালে তার মৃত্যু হয়”।

নর্দার্ন আয়ারল্যান্ডের দুটি বড় রাজনৈতিক দল আইরিশ রিপাবলিকান পার্টি সিন ফ্যান এবং বৃটিশপন্থী ডেমোক্রেটিক ইউনিয়নিষ্টি পার্টি ঐ ঘটনার নিন্দা জানিয়েছে।

XS
SM
MD
LG