ঘূর্ণিঝড় আর্মা ফ্লরিডার কি-ওয়েস্টে রবিবার ভোরে, ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি নিয়ে প্রচন্ড ভাবে আঘাত হেনেছে।
বর্তমানে ৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় আর্মা, ফ্লোরিডা প্রণালীর উষ্ণ পানির উপর দিয়ে আসার সময় আরও শক্তিশালী হয়। ঘন্টায় প্রায় ২১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। অনুমান করাহচ্ছে প্রচন্ড বাতাস ও বন্যার কারণে ফ্লোরিডা রাজ্যের কিছু এলাকা বিধ্বস্ত হবে। এক শতাব্দীতে এত মারাত্মক ঝড় আর সেখানে হয়নি।
যে পথ দিয়ে ঘূর্ণিঝড় আর্মা অগ্রসর হচ্ছিল সেটি আরও পশ্চিম দিকে সরে গেছে। এখন ফ্লোরিডা রাজ্যের পশ্চিম তীর বেশী ক্ষতিগ্রস্ত হবে বলে বলা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় ফ্লোরিডার গভর্নর রিক স্কট ফ্লরিডাবাসীদের বলেছেন ওই রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে এবং যারা “ইভাকুয়েশন জোন” এ থাকেন তাদের ওই এলাকা থেকে সরে যাওয়ার জন্য আবেদন জানান।
৭৫ হাজারের বেশি মানুষ রাজ্যের ৪০০ জরুরী নিরাপদ আশ্রয় স্থলে আশ্রয় নিয়েছে।