অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিমান হামলার লক্ষ্য ছিল ইরানী অস্ত্র সম্ভার: ইসরাইলের প্রধানমন্ত্রী


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনিয়াহূ বলেছেন, সিরিয়ায় সাম্প্রতিক যে একটি বিমান হামলা চালানো হয়, ইরানী অস্ত্র সম্ভার ছিলো তার নিশানাস্থল। রবিবার ইসরাইলের মন্ত্রীসভার বৈঠকে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, গত ৩৬ ঘন্টায় বিমান বাহিনী ইরানের যেসব গুদামে আক্রমন চালায় দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে, তাতে ইরানী অস্ত্র গুদামজাত করা ছিল।

সিরিয়ার ওপর ইসরাইলের হালের কোন আক্রমন পরিচালনার কথা স্বীকার করা একটা বিরল ঘটনা।

অবশ্য, ইসরাইলের সমারিক বাহিনীর বিদায়ী চীফ অফ স্ট্যাফ লিউটেনেন্ট জেনারেল গাদী আইসেনকট এই হালে নিউইয়র্ক টাইমস পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইল হাজার হাজার এমন অনেক লক্ষ্যস্থলে হামলা চালিয়েছে যার কোনো দায়দায়িত্ব বা কৃতিত্ব দাবী করা হয়নি।

নেতনিয়াহূ রবিবার দিন বলেছেন– এই যে গুচ্ছ গুচ্ছ সব হামলা হয়েছে হালে, এ থেকে এটাই প্রমান হয় যে সিরিয়ায়, ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে আমরা অন্য যে কোন সময়ের চেয়ে বেশি বদ্ধপরিকর।

বৃটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে, বিমানবন্দরের কাছাকাছির অবস্থানগুলোয় এবং দামেস্কের দক্ষিন প্রান্তের কিসওয়েহ এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে।

XS
SM
MD
LG