অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবীদের দেশে ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া


অস্ট্রেলীয় সরকার নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে তাদের সরকারের অর্থায়নে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। সাথে সাথে অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের উপরে নির্ভরশীল যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের সেচ্ছায় অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে।

শুক্রবার অস্ট্রেলীয় পররাষ্ট্র দফতরের নিরাপত্তা সতর্কতামূলক এক বিবৃতিতে এ কথা জানানো হয়। অস্ট্রেলীয় সরকার তার নাগরিকদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছে এবং বলেছে, বাংলাদেশে জঙ্গী হামলার উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে এবং ইতোপূর্বে বিভিন্ন জঙ্গী হামলার ঘটনাবলী যেসব জঙ্গী ও সন্ত্রাসী সংগঠনগুলো ঘটিয়েছে তাদের অনেকেই পশ্চিমা বিরোধী মনোভাবাপন্ন। আর সে কারণেই পশ্চিমা স্বার্থের উপরে হামলার সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি শিয়া মসজিদে হামলার দায় স্বীকার করেছে আইএস। নিরাপত্তা সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন আনা হয়নি, বাংলাদেশে উচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে বলে ওই বিবৃতিতে বলা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG