অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় সন্ত্রাসী আক্রমণের দায় স্বীকার করলো ইসলামিক স্টেট


অস্ট্রিয়ার কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন যে ভিয়েনায় হামলাকারিদের একজন সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের একজন সমর্থক ছিল। ঐ আক্রমণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে । অষ্ট্রিয়ার কার্ল নেহমার সংবাদদাতাদের বলেন , “ আমরা গতকাল অন্তত একজন ইসলামপন্থি সন্ত্রাসীর হামলার সম্মুখীন হয়েছিলাম”। পরে ইসলামিক স্টেটও এই আক্রমের দায় স্বীকার করে ।

অস্ট্রিয়ার কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন যে ভিয়েনায় হামলাকারিদের একজন সন্ত্রাসী গোষ্ঠি ইসলামিক স্টেটের একজন সমর্থক ছিল। ঐ আক্রমণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছে । অষ্ট্রিয়ার কার্ল নেহমার সংবাদদাতাদের বলেন , “ আমরা গতকাল অন্তত একজন ইসলামপন্থি সন্ত্রাসীর হামলার সম্মুখীন হয়েছিলাম”। পরে ইসলামিক স্টেটও এই আক্রমের দায় স্বীকার করে । আক্রমণকারী একটি রাইফেল বহন করছিল এবং সে আত্মহননের একটি নকল পোশাক পরেছিল। পরে নেহমার অস্ট্রিয়ার বার্তা সংস্থা এপিএ’কে জানান যে ইসলামিক স্টেটে যোগদানের লক্ষ্যে গত বছর সিরিয়ায় যাবার চেষ্টা করার সময় আক্রমণকারিকে দোষী সাব্যস্ত করা হয়।

নেহমার বলেন, পুলিশ এই হামলাকারিকে গুলি করে হত্যা করে এবং মঙ্গলবারও সন্ধান অব্যাহত ছিল এটা বের করার জন্য যে এই আক্রমণে আর কেউ সম্পৃক্ত ছিল কীনা। তিনি বলেন তারা এটাও বের করার চেষ্টা করছেন যে আক্রমণকারি একজন ছিল নাকি দু জন । কর্তৃপক্ষ লোকজনকে প্রকাশ্য স্থান এবং গণপরিবহণ থেকে দূরে থাকতে বলেছে। ভিয়েনায় ছাত্র-ছাত্রীদের ক্লাস মংগলবার বন্ধ ছিল। এই গুলির ঘটনাটি ঘটে সোমবার রাতে ভিয়েনার ছ ‘টি স্থানে , করোনার কারণে লকডাউন শুরু হবার মাত্র কয়েক ঘন্টা আগে। এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দু জন পুরুষ এবং একজন মহিলা তা ছাড়া একজন পুলিশও এতে আহত হয়।

অস্ট্রিয়ার চানসালার সেবাশিয়ান কুর্জ বলেন তাঁর দেশ সন্ত্রাসীদের দ্বারা শঙ্কিত হবে না। তিনি উপর্যুপরি টুইট বার্তায় বলেন খ্রীষ্টান ও মুসলিম অথবা অস্ট্রীয় নাগরিক ও অভিবাসীদের মধ্যে এটি কোন বিবাদ নয়, এটি হচ্ছে যারা শান্তিতে বিশ্বাস করে এবং যারা যুদ্ধ চায় তাদের মধ্যে সংগ্রাম । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন যুক্তরাষ্ট্র ভিয়েনায় এই সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দে জানাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মানীর চান্সালারও এই হামলার বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন ।

XS
SM
MD
LG