মিশরে স্বঘোষিত ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠন বলেছে উত্তর সাইনাই এর উপকূলে নৌবাহিনীর একটি জাহাজে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার SITE গোয়েন্দা তথ্য সংগ্রহ গ্রুপ এই তথ্য প্রকাশ করেছে।
ইন্টারনেটে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে যে রণতরীতে রকেট হামলা হয়। ছবির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়নি।
মিশরীয় কর্মকর্তারা বলেছেন চরমপন্থীদের সঙ্গে এক সংঘর্ষের পর নৌযানটিতে আগুন লেগে যায় । নৌযানের ক্রুর সদস্যরা কেউ প্রাণ হারায়নি।