অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলা বিভাগের প্রথম -প্রধান ইশতিয়াক আহমেদ প্রয়াত হলেন


ইশতিয়াক আহমেদ
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান
ইশতিয়াক আহমেদ ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান

বাংলা বিভাগের প্রথম -প্রধান ইশতিয়াক আহমেদ প্রয়াত হলেন . ইশতিযাক আহমেদ ভয়েস অফ এ্যামেরিকায় যোগ দিয়েছিলেন বাংলা বিভাগের সূচনা লগ্নে ১৯ শ’ ৫৮ সালে । এরআগে তিনি পঞ্চাশের দশকেরেডিও পাকিস্তান থেকে খবর পড়তেন । লাহোরে তিনি ছায়াছবিতে অভিনয়ও করেছিলেন । ইশতিয়াক আহমেদ ঢাকার একটি সম্ব্রান্ত পরিবারের সন্তান জন্ম হয়েছিলো কলকাতায় - প্রাথমিক স্তরের পড়াশোনাও ঐ কলকাতাতেই । ইশতিয়াক আহমেদ মারা যান রবিবার রাতে ভার্জিনিয়ায় হার্টফেল করে । সোমবার ভার্জিনিয়ার এ্যাডাম সেন্টারে তাঁরনামাজে জানাজা অনুষ্ঠিত হয এবং তার পর তাঁকে দাফন করা হয় ভার্জিনিয়ারই স্টারলিং দেমিট্রিতে । আমরা বাংলা বিভাগের পক্ষ থেকে তাঁর বিদেহি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার করি সোমবারের অনুষ্ঠানে ।

XS
SM
MD
LG