অ্যাকসেসিবিলিটি লিংক

তিন জঙ্গি গোষ্ঠীর ভার্চুয়াল মুদ্রা অ্যাকাউন্ট জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ


যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ আল-কায়েদা, ইসলামিক স্টেট (আইএস) এবং হামাসের সামরিক শাখায় অর্থ জোগানোর জন্য ব্যবহৃত কয়েক কোটি ডলার এবং কয়েকশ ভার্চুয়াল মুদ্রা অ্যাকাউন্ট জব্দ করেছে। বিচার বিভাগ জানিয়েছে, এই তিনটি গ্রুপের সঙ্গে যুক্ত ৩০০টিরও বেশি ডিজিটাল পদ্ধতির মুদ্রা অ্যাকাউন্ট জব্দ করা ছিল এ ধরণের অ্যাকাউন্টের মধ্যে বৃহত্তম এবং তাদের পরিবর্তিত তহবিল সংগ্রহের পদ্ধতি ব্যাহত হওয়ার পরিমাণ। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম পি বার এক বিবৃতিতে বলেন, "আমাদের শত্রুরা তাদের সুবিধার্থে আধুনিক প্রযুক্তি, সামাজিক মাধ্যম এবং ডিজিটাল পদ্ধতির মুদ্রা ব্যবহার করে তা কাউকে অবাক করে দেওয়া উচিত নয়,"। তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সন্ত্রাসী দলগুলি থেকে আমেরিকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের উপায় অবলম্বন করবে।" আদালতের নথি অনুসারে জব্দ করা অ্যাকাউন্টগুলি তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর, তাদের অজ্ঞাত দাতাদের । হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস দ্বারা পরিচালিত তহবিল সংগ্রহের জন্য ১৫০টিরও বেশি অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। দুই তুর্কি অর্থ ট্রান্সমিটার - মেহমেট আক্তি ও হুসমেটিন করাতাসের বিরুদ্ধে - লাইসেন্সবিহীন অর্থ প্রেরণের ব্যবসার সঙ্গে জড়িত থাকার জন্য ও হামাসকে বিটকয়েনের বিনিময়ে "নগদ অর্থ প্রদানের" অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুসারে আখতি যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাকাউন্ট ব্যবহার করা ছয় ব্যক্তি সহ শত শত গ্রাহককে সেবা দিয়ে আসছিল।
XS
SM
MD
LG