অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান উপ পররাষ্ট্রমন্ত্রী, প্যারিস সম্মেলনকে ভুল পথে আরেকটি পদক্ষেপ বলে আখ্যায়িত করেন


Shi'ite fighters, who have joined the Iraqi army to fight against militants of the Islamic State, formerly known as the Islamic State of Iraq and the Levant (ISIL), take part in field training in the desert in the province of Najaf, September 16, 2014. RE
Shi'ite fighters, who have joined the Iraqi army to fight against militants of the Islamic State, formerly known as the Islamic State of Iraq and the Levant (ISIL), take part in field training in the desert in the province of Najaf, September 16, 2014. RE

ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়বার জন্য, সোমবার ফ্রান্সে যে আন্তর্জাতিক সম্মেলন হয়, সেটি থেকে সিরিয়ান সরকারকে বাদ দেওয়ার জন্য, এক শীর্ষ সিরিযান কর্মকর্তা, আন্তর্জাতিক সমাজের তীব্র সলালোচনা করেন।

সিরিয়ান উপ পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল আল মিকদাদ, প্যারিস সম্মেলনকে ভুল পথে আরেকটি পদক্ষেপ বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন "প্যারিস বৈঠক ছিল ভুল পথে আরেকটি তৎপরতা। আমরা মনে করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে কোন কার্যকর পক্ষকে বাদ দেওয়া উচিত নয়। গত ৩ বছর ধরে সিরিয়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। তথাকথিত ইসলামিক স্টেট ISIS, ইরাক এবং সিরিয়া উভয় দেশেই জনগনের বিরুদ্ধে তাদের লড়াই চালাচ্ছে। সিরিয়াকে বা সিরিয়ার ভুমিকা ভুলে যাওয়াটা, যারা সন্ত্রাসবাদ মোকাবেলার নামে প্যারিস ও জেদ্দায় বৈঠক করেন, তাদের ব্যর্থতায় অবদান রাখবে।

প্রেসিডেন্ট বারাক ওবামা, ইসলামিক স্টেটের বিরুদ্ধে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কাজ করার বিকল্পকে বাদ দিয়েছেন।

XS
SM
MD
LG