ইরাকে ইসলামী স্টেট জঙ্গিদলের ওপরে নজরদারি এজেন্সিগুলি জানায়, তাদের আশংকা হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ-সেনারা ইরাক ত্যাগ করার প্রস্তুতির এই মূহুর্তে এবং বেশির ভাগ নিয়ন্ত্রণ ইরাকি সেনাদের ওপর ছেড়ে দিলেও, সন্ত্রাসী দলটি অপসারিত হয়নি, তারা এখনো সেখানে বলীয়ানI
জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনে নজরদারি সংস্থার অন্যতম মূল্যায়নে হুঁশিয়ার করা হয়েছে যে, প্রতিরোধ সত্ত্বেও আইসিস এখনো, অনেক সময় ধরে ইরাক ও পার্শ্ববর্তী সিরিয়ায় সমূহ ঝুঁকির কারণ হয়ে থাকবেI
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা সূত্রে জানা যায়, সন্ত্রাসী দলটি নিরাপত্তা ব্যূহ ছিন্ন করে, স্থানীয় নিরাপত্তা বাহিনীর দুর্বলতার সুযোগে তাদের নিরাপদ আশ্রয় স্থল খুঁজে নিয়েছে এবং আইসিল-বিরোধী অভিযান বাহিনীকে লক্ষ্যবস্তু করেছেI
২০২১ সালের জানুয়ারী ও এপ্রিল মাসে বাগদাদে তাদের হামলা, ইরাক সরকারের প্রচন্ড সন্ত্রাস বিরোধী অভিযান সত্ত্বেও জঙ্গি দলটির প্রত্যয়ী মনোভাবের বার্তা দিয়েছেI প্রতিবেদনে আরও জানানো হয়, আইসিস সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে এবং ইরাক সরকারকে বিব্রত করতে রাজধানীর আশেপাশে সাধারণ নাগরিক ও অন্যান্য লঘু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেI