ইসরাইলী নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি থেকে অবশিষ্ট ব্যক্তিদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে। আমোনা চৌকি থেকে লোক সরানোর এই তৎপরতা বুধবার শুরু হয় এবং পুলিশ শত শত বাসিন্দা ও বিক্ষোভকারীদের বাধার সম্মুখীন হচ্ছে। তারা প্রতিরোধ গড়ে তুলেছে এবং পুলিশের উপর পাথর নিক্ষেপ করেছে।
ক্ষুব্ধ বিক্ষোভকারী ও বসতি স্থাপনকারীরা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে, 'ইহুদিরা ইহুদিদের বিতাড়িত করে না' এই বলে। প্রায় ২০ জন পুলিশ আহত হয়।
বৃহস্পতিবার মনোযোগ দেওয়া হয় আমোনার একটি সিনাগগের ওপর যেখানে বাদবাকি বসতিকারীরা আস্তানা গেড়েছে।
ইসরাইলের সুপ্রিম কোর্ট ২০১৪ সালে রায় দেয় যে, আমোনার বসতি স্থাপন করা হয়েছিল একটি ব্যক্তিগত ফিলিস্তিন ভূমিতে এবং ৮ই ফেব্রুয়ারীর মধ্যে তা ভেঙ্গে ফেলা হবে। অতি রক্ষনশীল ইসরাইলী কর্মকর্তারা এই রায় পাল্টানোর জন্য চেষ্টা করেছিলেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু, এই সব বসতি স্থাপনকারী, যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের জন্য পশ্চিম তীরের অন্য জায়গায় তিন হাজার বাড়ি নির্মাণের বিষয়টি অনুমোদন করেন।