অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলী বিমান হামলা ও ধ্বংস সাধন যুদ্ধাপরাধের সামিল-মিশেল বাশেলেট


জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার মিশেল বাশেলেট বৃহস্পতিবার জানান, গাজায় ইসরাইলী হামলা ও ধ্বংস সাধন যুদ্ধাপরাধের সামিল বলে গণ্য হবেI তবে এটাও জোর দিয়ে বলেন হামাসের রকেট হামলাও আন্তর্জাতিক আইনের এক লঙ্ঘনI মুসলমান কয়েকটি দেশ গাজা ও পশ্চিম তটে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্তের দাবি জানালে, মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে মিস: বাশেলেট এই মন্তব্য করেনI

এক বিবৃতিতে তিনি বলেন, সংঘাত শুরু হলে হামাস ও অন্যান্য সশস্ত্র দলগুলি ইসরাইলের জনবসতি লক্ষ্য করে রকেট হামলা চালায়, তবে যেহেতু এই হামলা ছিল এলোপাথাড়ি এবং যেখানে সামরিক ও সাধারণ নাগরিকদের আলাদা করা যায় নি, তাই সেই হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে লঙ্ঘন করেছেI

তবে তিনি জানান ইসরাইল এর জবাবে সামরিক, অসামরিক এবং সাধারণ জনগণের বিরুদ্ধে যেমারণাত্মক বিমান হামলা এবং সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ থেকে শেলিংয়ের হামলা চালায়, তাতে উচ্চ মাত্রায় অসামরিক লোকজনের মৃত্যু হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে সরকারি বাসভবন, আবাসিক বাসস্থান, আন্তর্জাতিক মানবিক সংস্থা, চিকিৎসা স্থাপনা এবং টেলিভিশন কেন্দ্রসহ সংবাদ মাধ্যমের কার্যালয়I

ইসরাইল দাবি করেছে যে, এসব ধ্বংসপ্রাপ্ত ভবনে তারা সন্ত্রাসীদের আশ্রয় দিতো বা তারা সন্ত্রাসী তৎপরতা চালাতো, তবে এর স্বপক্ষে তারা কোনো প্রমাণাদি উত্থাপন করতে পারে নিI

XS
SM
MD
LG