অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেমের মুসলমান নেতারা নামাজিদের আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়েছেন


ইসরাইল এ বছরের গোড়ার দিকে যে নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছিল, তা চূড়ান্ত ভাবে অপসারণের পর এখন জেরুজালেমের মুসলমান নেতারা নামাজিদের ঐ পুরোনো শহরের পবিত্র স্থানে প্রবেশের অনুমতি দিয়েছেন।

লোহার ফটক, রেইলিং এবং নিরাপত্তামূলক ক্যামেরা সরিয়ে নেয়ার পর, ফিলিস্তিনরা আজ সকালে ঐ মসজিদের বাইরে রাস্তায় রাস্তায় আনন্দ প্রকাশ করে।

মেটাল ডিটেক্টারসহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় ১৪ই জুলাইয়ের আক্রমণের পর। সে দিন আরব বন্দুকধারীরা দু'জন ইসরাইলি প্রহরীকে হত্যা করে।

এদিকে, ইসরাইলের এই নিরাপত্তামূলক কর্মকান্ড জেরুজালেমের মুসলমানদের ক্ষিপ্ত করে যারা দীর্ঘ দিন ধরেই এই সন্দেহ প্রকাশ করে এসেছে যে ইসরাইল ধীরে ধীরে ঐ পবিত্র স্থানের উপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে চায়। সে কারণেই সেখানে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরস্পর বিরোধী দুটি উপদল, ফাতাহ এবং হামাস একই সঙ্গে মুসলমানদের প্রতিবাদ জানানোর আহ্বান জানায়।

XS
SM
MD
LG