পশ্চিম তটে গত জুলাই মাসে এক ফিলিস্তিনী পরিবারে হামলায় সংশ্লিষ্টতার জন্য দুজন ইসরায়েলীর বিরুদ্ধে, ইসরায়েল, হত্যার অভিযোগ দায়ের করেছে। ওই অগ্নীকান্ডে ফিলিস্তিনী পরিবারের ১৮মাসের এক শিশু সহ ৩ সদস্য অগ্নীদগ্ধ হয়ে মারা যায়।
২১ বছর বয়সী ইসরায়েলীর বিরুদ্ধে হত্যাকান্ড চালানো এবং অপ্রাপ্তবয়সী একজনকে হত্যাকান্ডে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়।
ইসরায়েলের বিচার বিভাগীয় মন্ত্রনালয় বলেছে আরবদের ও তাদের সম্পত্তির বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য সর্বমোট চার পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। Jerusalem Post সংবাদপত্রে এক রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন ঘটনায় তাদের সংশ্লীষ্টতার তথ্য প্রমান পুলিশ পেয়েছে।