অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনী বাড়িতে অগ্নীকান্ডের জন্য দুজন ইসরায়েলীর বিরুদ্ধে, হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে


Mideast Israel Palestinians
Mideast Israel Palestinians

পশ্চিম তটে গত জুলাই মাসে এক ফিলিস্তিনী পরিবারে হামলায় সংশ্লিষ্টতার জন্য দুজন ইসরায়েলীর বিরুদ্ধে, ইসরায়েল, হত্যার অভিযোগ দায়ের করেছে। ওই অগ্নীকান্ডে ফিলিস্তিনী পরিবারের ১৮মাসের এক শিশু সহ ৩ সদস্য অগ্নীদগ্ধ হয়ে মারা যায়।

২১ বছর বয়সী ইসরায়েলীর বিরুদ্ধে হত্যাকান্ড চালানো এবং অপ্রাপ্তবয়সী একজনকে হত্যাকান্ডে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়।

ইসরায়েলের বিচার বিভাগীয় মন্ত্রনালয় বলেছে আরবদের ও তাদের সম্পত্তির বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য সর্বমোট চার পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। Jerusalem Post সংবাদপত্রে এক রিপোর্টে বলা হয়েছে বিভিন্ন ঘটনায় তাদের সংশ্লীষ্টতার তথ্য প্রমান পুলিশ পেয়েছে।

XS
SM
MD
LG