জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস সোমবার বলেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য যে বৈশ্বিক ঐক্যমত ছিল তা হয়তো কমে যাচ্ছে। যদিও গাজায় মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে এবং ২০২০ সালের মধ্যে ফিলিস্তিনিরা যেখানে বসবসা করছেন, তা হয়তো বাসযোগ্য থাকবে না।
গুটেরেস পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে বসতি স্থাপন ও সম্প্রসারণের সমালোচনা করে বলেছেন যে, ইসরায়েল যা করছে তা জাতিসংঘের রেজুলেশন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।