সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যে তাদের সরকারি বাহিনী, বুধবার, গোলান হাইটস সীমান্ত বরাবর ইসরাইলের ছোড়া কতগুলি মিসাইল গুলি করে ভূপাতিত করেছেI কতিপয় আরব সংবাদ মাধ্যম জানায়, ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয় I দৃশ্যতঃ উত্তেজনা বৃদ্ধির মাঝে লেবাননের হেজবুল্লাহ নিয়ন্ত্রিত কতিপয় এলাকায় ইসরাইলের ড্রোন হামলা বৃদ্ধি পেয়েছেI
প্যারিস বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক, খাত্তার আবু দিয়াব বলেন, ইসরাইল এসব হামলার মাধ্যমে, ইরান ও বাইডেন প্রশাসনকে এই বার্তা দিতে চায়, যে, ইসরাইল, সিরিয়ায় ইরানিদের উপস্থিতি, বা দক্ষিণ লেবাননের মতো সিরিয়ার দক্ষিণে, ইরানের কোন ঘাঁটি গড়াকে বরদাস্ত করবে নাI