অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে ৫ জন নিহত


ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে, ইসরাইলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে একটি বাড়ি বিধ্বস্ত হলে পরিবারের কমপক্ষে ৫ জন সদস্য প্রাণ হারান।

ফরাসি বার্তা সংস্থা জানায় যে সেখানকার আল আকসা হাসপাতালের চিকিৎসকরা বলেছেন যে আজ যে পাঁচ জন প্রাণ হারিয়েছন তাদের মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সী একজন বাবা, তাঁর ২৬ বছর বয়সী স্ত্রী, চার এবং তিন বছর বয়সী দুই ছেলে এবং ৪৫ বছর বয়সী এক খালা।

জাতিসংঘ বলছে যে ৮ই জুলাই সহিংসতা শুরু হবার পর থেকে ২০৯০ জনের ও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে প্রায় শ পাঁচেক শিশু ও রয়েছে। ইসরাইলের ৬৪ জন সৈন্য এবং চারজন অসামরিক লোক নিহত হয়েছে যার মধ্যে রয়েছে চার বছর বয়সী একটি বালকও।

হামাস জঙ্গিরা শুক্রবার ১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ইসরাইলের সঙ্গে যোগসাজশ করছিলো।

প্রতক্ষ্য দর্শীরা বলছেন যে একটি ঘটনায় জঙ্গিরা, গাজার একটি প্রধান রাস্তার মোড়ে, একটি মসজিদের বাইরে সাতজনকে দাঁড় করায়। বন্দুকধারীরা, শত শত লোকের সামনে ঐ সব সন্দেহভাজনকে গুলি করে। সে সময়ে তাদের মুখ থলে দিয়ে ঢাকা ছিলো।

XS
SM
MD
LG