ইসরাইলে ফিরে আসা যাত্রীদের মধ্যে অন্তত দুই জনের ক্ষেত্রে ওমিক্রন প্রকরণের ভাইরাস সনাক্ত হবার পর ইসরাইল সে দেশে প্রবেশের উপর বিধিনিষেধ আরও কড়াকড়ি ভাবে আরোপ করেছে।
আফ্রিকা থেকে দেশে ফিরেছেন এমন দুজন ইসরাইলী নাগরিকের দেহে নতুন প্রকরণের ভাইরাসের সন্ধান মিলেছেI ইসরাইল তার সীমান্ত আবার খুলে দেওয়ার এক মাসেরওকম সময়ের মধ্যে আগমনকারী পর্যটকদের জন্য আরেকবার আগামী দু সপ্তাহের জন্য তার সীমান্ত বন্ধ করে দিল।
নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবেই লাল চিহ্নিত দেশগুলি থেকে, যাদের অধিক্ংশই আফ্রিকার দেশ, সেই সব দেশ থেকে যারা ইসরাইলে আসবেন তাদেরকে সরকার আয়োজিত এবং ইসরাইলী সেনাবাহিনী পরিচালিত হাসপাতালে যেতে হবে। দেশে ফেরা সকল ইসরাইলি নাগরিককে দেশে পৌঁছাবার পর একটি PCR পরীক্ষা নিতে হবে, যে নিয়মটি এখনো চালু রয়েছে এবং ৩ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবেI দুটি পরীক্ষায় ফলাফল নেগেটিভ এলে তাদেরকে যেতে দেয়া হবেI
শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা ড: শ্যারন আল রোল প্রেউস বলেন, নতুন প্রকরণটি অত্যন্ত সংক্রমণশীল বলে মনে হচ্ছে। তিনি বলেন নতুন ভেরিয়েন্টের বিরুদ্ধে আমাদের বর্তমান ভ্যাকসিন কম কার্যকর হওয়ার আশংকা থাকতে পারে, যেটি উদ্বেগের বিষয়I একই সঙ্গে তিনি বলেন, প্রাথমিক গবেষণায় এই ভাইরাস বয়স্ক লোকজনদের সংক্রমিতকরার আভাষ মিলেছে, তবে লক্ষণগুলো খুব সামান্য।
অনেকেই নতুন এই প্রকরণেরবিরুদ্ধে ইসরাইলী সরকারের অতিমাত্রায় প্রতিক্রিয়া ব্যক্ত করার সমালোচনা করেছেI