অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনী ঐক্য সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্যে ইসরাইলী প্রধানমন্ত্রীর বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান


ইসরাইলী প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন, যাতে ফিলিস্তিনী ঐক্য সরকারকে স্বীকৃতি দেওয়া না হয়। কারণ, ঐ সরকারে জঙ্গীবাদী দল হামাস অন্তর্ভূক্ত থাকবে।
প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, ঐক্য সরকার সন্ত্রাসবাদকে শক্তিশালী করবে কারণ, হামাস ইসরাইলের ধ্বংস চায়।
তিনি বলেছেন, “যে ফিলিস্তিনী সরকারে হামাস একটি অংশ বা যে সরকার হামাসের ওপর নির্ভরশীল, সেই ফিলিস্তিনী সরকারকে তাড়াহুড়ো করে স্বীকৃতি না দেবার জন্যে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্যদের প্রতি আহবান জানাচ্ছি। হামাস একটি সন্ত্রাসী সংগঠন যারা ইসরাইল রাষ্ট্রের ধ্বংস চায়। এবং সেই সরকারকে গ্রহণ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে না। তা শান্তি জোরদার করবে না। বরং তা সন্ত্রাসবাদকেই শক্তিশালী করবে”।
এপ্রিল মাসে পশ্চিম তীর এবং গাযা ভূখন্ডের নেতাদের মধ্যে রাজনৈতিক সহযোগিতার জন্যে যে চুক্তি হয় তার প্রেক্ষিতে সোমবার, নতুন ফিলিস্তিনী সরকার গঠিত হবার কথা। ফিলিস্তিনী প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাস বলেছেন, নতুন সরকার ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং সহিংসতা ত্যাগ করবে।
ঐক্য সরকারের মধ্য দিয়ে দুই প্রতিদ্বন্দী ফিলিস্তিনী দল হামাস ও ফাতাহ’র মধ্যে ৭ বছরের বৈরীতার অবসান ঘটবে।
XS
SM
MD
LG