অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলে নুতন শরিক সরকার আজ শপথ নেবে


গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর একদা তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বী থেকে বনে যাওয়া পার্টনার, প্রাক্তন সামরিক বাহিনী প্রধান, জেনারেল গান্টজ তিক্ততার অবসান ঘটিয়ে সঙ্কটময় পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সরকার গঠন ও পরিচালনা করতে সম্মত হনI সেই দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হতে চলেছে শপথ গ্রহণের মাধ্যমে I

বিতর্কিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি অনুসারে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ১৮মাস প্রধামন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন এবং ১৮ মাস পরে সেই পদে আসীন হবেন জেনারেল বেণী গান্টজ I জেনারেল গান্টজ আজ প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে কার্যভার শুরু করছেন I পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন অপর এক প্রাক্তন সামরিক প্রধান, জেনারেল গাবি আস্কানজি I

প্রধানমন্ত্রী নেতানিয়াহু'র আইনি প্রক্রিয়া থেকে বাঁচবার সুযোগ এলো এই নুতন সরকার গঠনের মাধ্যমে, যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি ও ঘুষ নেবার অভিযোগ I

XS
SM
MD
LG