ইসরায়েল-গাজা সীমান্তে যে সহিংসতা বেড়েছিল তা বুধবার প্রশমিত হয়। ফিলিস্তিনী কর্মকর্তারা বলেছেন মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে অস্ত্র বিরতি হয়েছে।
অস্ত্র বিরতির বিষয়ে মতৈক্যের খবর ইসরায়েলী কর্মকর্তারা নিশ্চিত করেননি। তবে তারা বলেছেন গাজা থেকে যদি চরমপন্থীদের মর্টার ও রকেট হামলা বন্ধ হয়, তাহলে ইসরায়েল তাদের পাল্টা আক্রমণ বন্ধ করবে।
ইসরায়েলী সামরিক বাহিনী থেকে বলা হয়েছে গত রাতে হামাস লক্ষ্যস্থলে তারা নতুন করে বিমান হামলা চালায় এবং ফিলিস্তিনী ছিটমহল সংলগ্ন এলাকায় যে হামলা চালানো হয় তা প্রতিরোধ করে, তাদের আইরন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলেছে রকেট ও গোলা গুলি তৈরির স্থান, সামরিক কম্পাউন্ড এবং প্রশিক্ষণ কেন্দ্রে তারা বিমান হামলা চালিয়েছে।