অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ২৬ জন বন্দীকে মুক্তি দেবে


ফিলিস্তিনের প্রতিনিধি সাইব এরাকাত বলছেন, আগামী সপ্তাহে দীর্ঘদিন ধরে আটক থাকা ফিলিস্তিনী বন্দীদের চারটি দলের প্রথম দলকে ইসরাইল মুক্তি দেবে। গত তিন বছরের মধ্যে প্রথমবারের মত শান্তি আলোচনা পুনরায় শুরু করার সমঝোতার অংশ হিসেবে এই বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে।

মিঃ এরাকাত এক বিবৃতিতে বলেছেন, আগস্টের ১৩ তারিখ ২৬ জন বন্দীকে মুক্তি দেয়া হবে।

এদিকে ইসরাইলের প্রতিনিধি জিপি লিভনি বলেছেন, যদি এই আলোচনায় ফিলিস্তিন তাদের আন্তরিকতার পরিচয় দেয় তাহলেই এই বন্দীদের মুক্তি দেবার পদক্ষেপ কার্যকর করা হবে।
গতসপ্তাহে ওয়াশিংটনে দুপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে তাঁরা এই আলোচনা চালিয়ে যাবেন।
XS
SM
MD
LG