অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলী ও ফিলিস্তিনী আলোচকরা আলোচনা অব্যাহত রেখেছে, অস্ত্র বিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে


Palestinian children sit atop the remains of their house, which witnesses said was destroyed in the Israeli offensive, during a 72-hour truce in Khan Younis, southern Gaza Strip, Aug. 13, 2014.
Palestinian children sit atop the remains of their house, which witnesses said was destroyed in the Israeli offensive, during a 72-hour truce in Khan Younis, southern Gaza Strip, Aug. 13, 2014.

ইসরায়েলী ও ফিলিস্তিনী আলোচকরা তৃতীয় দিনের মতো কায়রোতে বৈঠক করছেন। এক মাসেরও বেশি সময় ধরে গাজায় যে লড়াই হচ্ছে তা অবসানের লক্ষ্যে স্থায়ী অস্ত্র বিরতি অর্জনের জন্য তারা আলোচনা করছেন।

এক ফিলিসস্তিনী কর্মকর্তা আলোচনাকে এক স্পর্শকাতর পর্যায়ে আছে বলে বর্ননা করেন। একটা বড় ধরনের মীমাংশা হতে পারে প্রকাশ্যে সে রকম কোন ইঙ্গিত দেওয়া হয়নি।

আজ স্থানীয় সময় বেশ রাতে বাহাত্তর(৭২) ঘন্টার অস্ত্র বিরতি শেষ হওয়ার কথা। কোন মতৈক্য না হলে সংঘাত সম্প্রসারিত হওয়ার হুমকি থাকবে। এই সংঘাতে ২০০০ বেশি মানুষ যাদের অধিকাংশই ফিলিস্তিনী অসামরিক মানুষ তারা প্রাণ হারিয়েছে। গাজা ভূখন্ড থেকে হামাস চরমপন্থীদের রকেট হামলা বন্ধ করার জন্য, ইসরায়েল ৮ই জুলাই তাদের হামলা শুরু করে।

XS
SM
MD
LG