অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েলী কামানের গুলিতে দুজন ফিলিস্তিনী নিহত


Mourners carry a casket containing the body of a Palestinian Islamic Jihad militant, who was killed in Israeli tank shelling, during his funeral in the southern Gaza Strip, May 27, 2018.
Mourners carry a casket containing the body of a Palestinian Islamic Jihad militant, who was killed in Israeli tank shelling, during his funeral in the southern Gaza Strip, May 27, 2018.

ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয় রবিবার গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি কামানের গুলিতে দুজন ফিলিস্তিনী নিহত হয়।

ইসরায়েল বলেছে সীমান্তের বেড়ার কাছে পাতা বোমা, ইসরায়েলি সেনারা নিস্ক্রিয় করার পর, ট্যাংক ব্যবহার করা হয়।

ইসরায়েল এক বিবৃতিতে বলেছে, “ওই এলাকায় যে সেনারা কাজ করছে তাদের ক্ষতি করার লক্ষ্যে, গাজা ভূখন্ডের দক্ষিণাঞ্চলে সীমান্তের বেড়ার কাছে গত রাতে বোমা পেতে রাখা হয়। আইডিএফ সেনারা আজ সকালে বোমা নিস্ক্রিয় করে।”

গাজা ভূখন্ডে, মার্চ মাসে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ এবং সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি গোলা গুলিতে অন্তত ১১৮জন ফিলিস্তিনী নিহত হয়েছে।

XS
SM
MD
LG