অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় জাতিসংঘের একটি স্কুল, যেখানে বাস্তুহারারা আশ্রয় নেয় সেখানে বিমান হামলায় ১০ জন নিহত


Rescue workers search for victims as Palestinians gather around the wreckage of a house, which witnesses said was destroyed in an Israeli airstrike that killed at least nine members from the al-Ghol family, in Rafah, southern Gaza Strip, August 3, 2014.
Rescue workers search for victims as Palestinians gather around the wreckage of a house, which witnesses said was destroyed in an Israeli airstrike that killed at least nine members from the al-Ghol family, in Rafah, southern Gaza Strip, August 3, 2014.

রবিবার গাজায় জাতিসংঘের একটি স্কুল, যেখানে বাস্তুহারারা আশ্রয় নেয় সেখানে বিমান হামলায় ১০ জন নিহত ও ৩৫জন আহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন কাছাকাছি ইসরায়েলী আক্রমণেই লোকজন হতাহত হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন রাফায় বিস্ফোরণ ঘটে যখন লোকজন খাবারের জন্য সারি বেধে অপেক্ষা করছিলেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে দেখা যায় শিশু সহ লোকজনদের দেহাবশেষ রক্তে ছড়িয়ে আছে। ইসরায়েলী সামরিক বাহিনী তাৎক্ষনিক কোন মন্তব্য করেনি।

১০ দিনে এই তৃতীয়বার জাতিসংঘের স্কুলে আক্রমন চালানো হলো। আন্তর্জাতিক মহল এর তীব্র নিন্দা জানিয়েছে।

ইসরায়েল বলেছে জাতিসংঘের স্থাপনাগুলোর কাছ থেকে হামাস যে রকেট হামলা চালায় তারা তার জবাব দিচ্ছিলো। ফিলিস্তিনী শরনার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থার এক মুখপাত্র বলেছেন ওই স্কুলে প্রায় ৩ হাজার শরনার্থী যারা গাজা লড়াইয়ের কারণে তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় তারা আশ্রয় নিয়েছে।

XS
SM
MD
LG