অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তটে এক ফিলিস্তিনীর গাড়ি হামলায় ৩জন ইসরায়েলী আহত


Mideast Israel Palestinians
Mideast Israel Palestinians

ইসরায়েলী কর্তৃপক্ষ বলেছে রবিবার পশ্চিম তটে, এক ফিলিস্তিনী ইচ্ছাকৃত ভাবে, ইসরায়েলী পথচারীদের ভীড়ে গাড়ি ঢুকিয়ে দেয়। ওই হামলায় অন্তত তিনজন আহত হয়। ইসরায়েলী পুলিশ গুলি চালায় ও আক্রমনকারীকে হত্যা করে।

কর্মকর্তারা বলেন, যে ইসরায়েলীরা হামলার শিকার হয়, তাদের মধ্যে অন্তত দুজন এখন হাসপাতালে।

অক্টোবার মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনে অনেকগুলো সহিংস ঘটনার সর্বসাম্প্রতিকতম হচ্ছে এই ঘটনাটি।

XS
SM
MD
LG