ইসরায়েলী কর্তৃপক্ষ বলেছে রবিবার পশ্চিম তটে, এক ফিলিস্তিনী ইচ্ছাকৃত ভাবে, ইসরায়েলী পথচারীদের ভীড়ে গাড়ি ঢুকিয়ে দেয়। ওই হামলায় অন্তত তিনজন আহত হয়। ইসরায়েলী পুলিশ গুলি চালায় ও আক্রমনকারীকে হত্যা করে।
কর্মকর্তারা বলেন, যে ইসরায়েলীরা হামলার শিকার হয়, তাদের মধ্যে অন্তত দুজন এখন হাসপাতালে।
অক্টোবার মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনে অনেকগুলো সহিংস ঘটনার সর্বসাম্প্রতিকতম হচ্ছে এই ঘটনাটি।