অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইল ও গাযা ভূখন্ডে নতুনতর অস্ত্র সম্বরণের প্রথম পরিপুর্ন দিন কাটলো শান্ত সুস্থির পরিবেশে


ইস্রাইল ও গাযা ভূখন্ডে নতুনতর উন্মুক্ত-প্রান্তের অস্ত্র সম্বরণ রফার প্রথম পরিপুর্ন দিন এ বুধবার কাটলো শান্ত সুস্থির পরিবেশে।

ইস্রাইলের সামরিক বাহিনী গাযা থেকে কোনো রকেট ছোঁড়া হয়েছে বলে যেমন কোনো খবর দেয়নি- তাদের তরফে ফিলিস্তিনী ভূখন্ডেও তেমনি কোনো বিমান হামলা হয়েছে বলেও বলা হয়নি।

মঙ্গলবার দিনান্ত থেকেই এ অস্ত্র সম্বরণ বলবত হয়েছে। এর আগের পঞ্চাশ দিনের ত্রাস-সংঘাতের সময় প্রাণ বিনাশ হয়েছে ২১ শ’ লোকের – যার বেশির ভাগই ছিলো ফিলিস্তিনী-অসামরিক ব্যক্তিবর্গ।ইস্রাইলের তরফে মারা যায় ৬৯ জন-পাঁচ জন ছাড়া বাকি সবাই সৈন্য।

এ অস্ত্র সম্বরণে মধ্যস্থের ভূমিকা ছিলো মিশরের-আগের অনেক কটির মতোই –টেকেনি যার কোনোটাই।

এ রফায় ইস্রাইল,গাযার অবরোধ-ব্যবস্থা শিথিল করবে- মানবিক সাহায্য-সহায়তার চালানে বাধা দেবেনা,নির্মান সামগ্রী পার হতে দেবে।

দীর্ঘ সূত্রিতা রয়ে গিয়েছে যেসব ইস্যু নিয়ে ,দু’পক্ষই সেসব নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে মাস খানেকের মধ্যেই।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ও জাতিসংঘ মহাসচীব বান কি মূন – দু’জনই এ অস্ত্র সম্বরণ রফায় সাধুবাদ জানিয়েছেন।

XS
SM
MD
LG