জেরুজালেমের একটি আদালত সোমবার দুই ইস্রায়েলী যুবককে পূর্বে জেরুজালেমে, ১৬ বছরের ফিলিস্থিনী এক কিশোরকে পুড়িয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে।
৩১ বছর বয়সী ইউসেফ হাইম বেন ডেভিডের আইনজীবী শেষ মুহুর্ত্বে আদালতের কাছে তার মক্কেলের মস্তিস্ক বিকৃতি সংক্রান্ত তথ্য পেশ করলে, বিচারক ঐ ব্যক্তির রায় ঘোষণা মুলতুবি রেখেছে।
ঐ দুই ভাইয়ের কারাদন্ডাদেশ শুরু হবে জানুয়ারী মাস থেকে।
তিনজন ইস্রায়েলী কিশোরকে অপহরণ এবং হত্যার সংগে জড়িত থাকার পালটা জবাবে আবু খদেইরকে তাকে অপহরণ করে এবং পুড়িয়ে মারা হয়।