একজন ইজরায়েলী সৈন্যের বিনিময়ে যে সব ফিলিস্তিনী বন্দীকে ইজরায়েল মুক্তি দেবে, তাদের মধ্যে ৪৭৭ জনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ঐ বন্দী বিনিময়ের প্রথম দফা অনুষ্ঠিত হবার কথা। গাজা ভূখণ্ডে ২০০৬ সালের এক সীমান্ত অভিযানের সময় হামাস বন্দুকধারীরা গিলাদ শালিতকে জিম্মী করে। ইজরায়েলের জেলখানার ওয়েবসাইট-এ ঐ ৪৭৭ জন বন্দীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ঐ চুক্তির বিরুদ্ধে কোনো ইজরায়েলী নাগরিকের আপিল জানানোর জন্য ৪৮ ঘন্টা সময় রয়েছে। শনিবার ইজরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস শত শত ফিলিস্তিনী বন্দীর মুক্তির বিষয়টি বিবেচনার প্রক্রিয়া শুরু করেন।