অ্যাকসেসিবিলিটি লিংক

একজন সৈন্যের বিনিময়ে ১০২৭ জন ফিলিস্তিনী বন্দীকে ইজরায়েল মুক্তি দেবে


একজন সৈন্যের বিনিময়ে ১০২৭ জন ফিলিস্তিনী বন্দীকে ইজরায়েল মুক্তি দেবে
একজন সৈন্যের বিনিময়ে ১০২৭ জন ফিলিস্তিনী বন্দীকে ইজরায়েল মুক্তি দেবে
একজন ইজরায়েলী সৈন্যের বিনিময়ে যে সব ফিলিস্তিনী বন্দীকে ইজরায়েল মুক্তি দেবে, তাদের মধ্যে ৪৭৭ জনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ঐ বন্দী বিনিময়ের প্রথম দফা অনুষ্ঠিত হবার কথা। গাজা ভূখণ্ডে ২০০৬ সালের এক সীমান্ত অভিযানের সময় হামাস বন্দুকধারীরা গিলাদ শালিতকে জিম্মী করে। ইজরায়েলের জেলখানার ওয়েবসাইট-এ ঐ ৪৭৭ জন বন্দীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ঐ চুক্তির বিরুদ্ধে কোনো ইজরায়েলী নাগরিকের আপিল জানানোর জন্য ৪৮ ঘন্টা সময় রয়েছে। শনিবার ইজরায়েলী প্রেসিডেন্ট শিমন পেরেস শত শত ফিলিস্তিনী বন্দীর মুক্তির বিষয়টি বিবেচনার প্রক্রিয়া শুরু করেন।
XS
SM
MD
LG