ইসরায়েলী কর্মকর্তারা বলেছেন ইসরায়েল দখলিত গোলান পার্বত্য এলাকায় এক বোমা বিস্ফোরণে একটি গাড়ি ধ্বংশ হয়ে যায় এবং তাতে এক কিশোর নিহত হয়। কিশোরটি তার বাবার সঙ্গে কাজে গিয়েছিলো।
কর্তৃপক্ষ বলেছে ১৫ বছর বয়সী ওই কিশোরের বাবা একজন কনট্রাকটর যিনি সিরিয়ার কাছে সীমান্তে গোলানের শেষ সীমার প্রাচীরে কাজ করছিলেন।
কর্মকর্তারা বলেন ছেলেটির বাবা ও আরেকজন কনট্রাকটর রবিবার বিস্ফোরণে আহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন মনে হচ্ছে যে মোটরযানটি রাস্তার ধারে পাতা বোমা অথবা সিরিয়া থেকে মর্টার বা কামানের গোলার শিকার হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে ১৫ বছর বয়সী ওই কিশোরের বাবা একজন কনট্রাকটর যিনি সিরিয়ার কাছে সীমান্তে গোলানের শেষ সীমার প্রাচীরে কাজ করছিলেন।
কর্মকর্তারা বলেন ছেলেটির বাবা ও আরেকজন কনট্রাকটর রবিবার বিস্ফোরণে আহত হয়।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন মনে হচ্ছে যে মোটরযানটি রাস্তার ধারে পাতা বোমা অথবা সিরিয়া থেকে মর্টার বা কামানের গোলার শিকার হয়েছে।