অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ইস্রাইলের বিমান হামলায় রাশিয়া এবং চীন ও জাতিসংঘ মহাসচীবের উদ্বেগ


সিরিয়ায় , এই হালে যেসব বিমান হামলা হয়েছে তাতে করে বিশ্ব প্রেক্ষাপটে বেশ কিছু প্রতিক্রিয়া হতে দেখা গিয়েছে । ইস্রাইল জোরের সঙ্গে বলেছে , এর যে কোনো উদ্যোগই হেযবোল্লা জঙ্গিদের নিশানা করেই করা হয়েছে , অপরদিকে সিরিয়া সরকারের কর্মকর্তারা বলেছেন – এসব হামলা সিরিয়ার সন্ত্রাসীদের সঙ্গে ইস্রাইলের যোগসূত্রিতার কথাই প্রমান করছে ।
সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফের সঙ্গে টেলিফোন আলাপকালে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালীদ মোয়াল্লেম ইস্রাইলকে দোষারোপ করেন এই বলে যে , তারা সিরিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করতেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে মিলে একাজ করছে এবং বলেন – এর পাল্টা জবাব দেবার অধিকার রয়েছে তাঁর দেশের ।
রাশিয়া এবং সেই সঙ্গে চীন ও জাতিসংঘ মহাসচীব বান কি মূন এসব বিমান হামলা নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন – বলেছেন এতে করে সিরিয়ার সংকট আরো বিস্তার লাভ করতে পারে ।
XS
SM
MD
LG