অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলে ঐক্য সরকার গঠন করা হচ্ছে


ইসরাইলে পর পর তিনটি ব্যর্থ নির্বাচন, দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা এবং করোনা সংক্রমণের মাঝেই ,নির্বাচনে প্রধানমন্ত্রীর তীব্র প্রতিদ্বন্ধি,জেনারেল বেনি গান্জ সোমবার এক ঐক্য সরকার গঠনে সম্মত হয়েছেনI LIKUD পার্টি'র প্রধান,নেতানিয়াহু প্রধামন্ত্রীর দায়িত্বে বহাল থাকবেন, অন্যদিকে BLUE & WHITE পার্টি'র প্রধান,বেনি গান্জ প্রতিরক্ষামন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেনI এবং ১৮ মাস পরে বেনি গান্জ প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হবেনI

বেনি গাঞ্জের সমর্থকেরা ঐক্য সরকার গঠনে তাঁর সম্মত হওয়াতে হতবাক ও ক্ষোভ প্রকাশ করেন; কারণ বেনি গান্জ নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন, দুর্নীতিপরায়ণ প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কোন আলোচনায় বসবেন নাI সমর্থকেরা তাঁর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ-মিছিলে অংশ নেনI

XS
SM
MD
LG