গাজা উপত্যকায় ইস্রায়েলের যুদ্ধ বিমান শুক্রবার হামাসের ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে।তারা বলছে,ইস্রায়েলের দক্ষিণাঞ্চলেযে রকেট ছোঁড়া হয়েছে তারই পাল্টা জবাবে তারা ঐ আক্রমণ চালিয়েছে।
রকেট হামলায় ইহুদীদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। ইস্রায়েলী বিমান বাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, গাজা উপত্যকা-ব্যাপী হামাস সন্ত্রাস দলের যুদ্ধ বিমান, সামরিক কম্পাউন্ডের নানা স্থাপনা, হামাসের নৌবাহিনীর সামরিক স্থাপনাসহ হামাসের আরও অন্যান্য স্থাপনায় আঘাত হেনেছে। তবে দু’পক্ষের কাছ থেকে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, ইস্রায়েল জানিয়ে ছিল বুধবার হামাসের রকেট আক্রমণের প্রতিশোধ মূলক পালটা জবাবে তারা হামাসের নানা স্থাপনায় আঘাত হেনেছে। গত মাসে মিসরের উদ্যোগে যে অস্ত্র বিরতি হয়েছিল তা গত দু’দিনে প্রচণ্ড লড়াই এবং দু’পক্ষের প্রথমবারের মত রকেট হামলার মধ্যে দিয়ে শেষ হয়েছে।