আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাসিন্দাদের সংখ্যা বেড়ে যাচ্ছে।
ভাসমান গবেষণাগারের উদ্দেশ্যে, ৩ সদস্যের একটি টিম Soyuz MS-07 মহাকাশ যানে যাত্রা শুরু করেছেন।
ন্যাসার স্কট টিঙ্গেল, রসকসমোস এর অ্যান্টন শাকাপ্লেরভ এবং Japan Aerospace Exploration Agencyর নরিশিগে কানাই সহ মহাকাশযানটিকে, রবিবার কাজাকস্তানে বাইকোনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।
মহাকাশচারীরা মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। নিযমিত ৬ ঘন্টার যাত্রাপথের পরিবর্তে এবার মহাকাশচারীরা দুদিনের পথে পাড়ি দেন। মহাকাচারীরা যখন যা্ত্রা শুরু করেন তখন মহাকাশে ভাসমান গবেষণাগারের যে অবস্থান ছিল, সে কারণে দীর্ঘ যাত্রা পথের প্রয়োজন ছিল।
রাশিয়ার অ্যালেকজ্যান্ডার মিসুরকিন এবং দুজন অ্যামেরিকান -- মার্ক ভ্যান্ডে হেই ও জো আকাবা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নবাগতদের অভ্যর্থনা জানাবেন।