অ্যাকসেসিবিলিটি লিংক

৩ সদস্যের একটি নতুন টিম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন


The Soyuz-FG rocket booster with Soyuz MS-07 space ship carrying a new crew to the International Space Station, ISS, blasts off at the Russian leased Baikonur cosmodrome, Kazakhstan, Sunday, Dec. 17, 2017.
The Soyuz-FG rocket booster with Soyuz MS-07 space ship carrying a new crew to the International Space Station, ISS, blasts off at the Russian leased Baikonur cosmodrome, Kazakhstan, Sunday, Dec. 17, 2017.

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাসিন্দাদের সংখ্যা বেড়ে যাচ্ছে।

ভাসমান গবেষণাগারের উদ্দেশ্যে, ৩ সদস্যের একটি টিম Soyuz MS-07 মহাকাশ যানে যাত্রা শুরু করেছেন।

The International Space Station (ISS) crew members Joe Acaba (R) of the the U.S., and Alexander Misurkin of Russia walk after donning space suits shortly before their launch at the Baikonur Cosmodrome, Kazakhstan September 13, 2017. REUTERS/Shamil Zhumat
The International Space Station (ISS) crew members Joe Acaba (R) of the the U.S., and Alexander Misurkin of Russia walk after donning space suits shortly before their launch at the Baikonur Cosmodrome, Kazakhstan September 13, 2017. REUTERS/Shamil Zhumat

ন্যাসার স্কট টিঙ্গেল, রসকসমোস এর অ্যান্টন শাকাপ্লেরভ এবং Japan Aerospace Exploration Agencyর নরিশিগে কানাই সহ মহাকাশযানটিকে, রবিবার কাজাকস্তানে বাইকোনুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়।

মহাকাশচারীরা মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। নিযমিত ৬ ঘন্টার যাত্রাপথের পরিবর্তে এবার মহাকাশচারীরা দুদিনের পথে পাড়ি দেন। মহাকাচারীরা যখন যা্ত্রা শুরু করেন তখন মহাকাশে ভাসমান গবেষণাগারের যে অবস্থান ছিল, সে কারণে দীর্ঘ যাত্রা পথের প্রয়োজন ছিল।

রাশিয়ার অ্যালেকজ্যান্ডার মিসুরকিন এবং দুজন অ্যামেরিকান -- মার্ক ভ্যান্ডে হেই ও জো আকাবা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নবাগতদের অভ্যর্থনা জানাবেন।

XS
SM
MD
LG