তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ইতোমধ্যে অভিযুক্ত একজন ব্যক্তির পক্ষে তার আইনজীবী ওই আইনের ওই ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে বুধবার হাইকোর্টে রীট আবেদন করেছেন। জাকির হোসেন নামের ওই ব্যক্তি ইতোমধ্যে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযুক্ত বলে তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির জানিয়েছেন। ওই আইনজীবী রীট আবেদনের কারণ সম্পর্কে ভয়েস অফ আমেরিকাকে বলেন, ওই ধারাটি মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের চোখে সবাই সমান এমন বিধানের বিপক্ষে।
এদিকে, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এবং ৮৬ ধারা বাতিল বা প্রত্যাহার চেয়ে সুপ্রিমকোর্টের অপর এক আইনজীবী সরকারের চার জন সচিবের প্রতি নোটিশ জারি করেছেন।...