অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালীর ল্যাম্পেডুসা দ্বীপের কাছে নোকাডুবি, ৯২জন নিহত


ইটালীর উপকূলরক্ষী বাহিনী বলেছে বৃহস্পতিবার ল্যাম্পেডুসা দ্বীপের কাছে অন্তত ৯২জন পাণ হারায় যখন আফ্রিকান অভিবাসীদের নিয়ে একটি নৌকাতে আগুন ধরে যায় এবং নোকাডুবি হয়।
উপকূলরক্ষী বাহিনী বলেছে প্রায় ১৫০জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের জন্য উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা বলেন প্রায় ৫০০ ব্যাক্তি নৌকায় ছিল। এদের অধিকাংশই এরিট্রিয়া অথবা সোমালিয়া থেকে আগত অভিবাসী বলে মনে করা হয়।

ল্যাম্পেডুসার মেয়র গুসি নিকোলিনি বলেন নৌকায় আগুন লাগে যখন লোকজন, পাশ দিয়ে যে সব জাহাজ যাচ্ছিলো তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মশাল জালায়।

ল্যাম্পেডুসা দ্বীপটি, ইটালির চাইতে আফ্রিকা মহাদেশের কাছাকাছি দুরত্বে অবস্থিত। তাই আফ্রিকা থেকে হাজার হাজার অভিবাসী ওই দ্বীপটিতে যাত্রা করে, যারা ইউরোপীয় ইউনিয়নে যেতে চায়।

জাতিসংঘের শরনার্থী সংস্থা বলেছে ওই নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করে।
XS
SM
MD
LG