অ্যাকসেসিবিলিটি লিংক

ইটালিতে ভোটাররা আজ সংসদের সদস্য নির্বাচন করছে


Forza Italia party leader Silvio Berlusconi holds his ballot as he prepares to cast his vote at a polling station in in Milan, Italy, March 4, 2018.
Forza Italia party leader Silvio Berlusconi holds his ballot as he prepares to cast his vote at a polling station in in Milan, Italy, March 4, 2018.

আজ রবিবার ইটালীতে জনগন ভোট দিচ্ছে। সে দেশে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সেখানে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। ভোটারদের মধ্যে উৎসাহ কম। লাজিও এলাকায় রাজধানী রোম অন্তর্ভুক্ত। অনেক ভোটার যারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তারা বলছেন প্রতিদ্বন্দ্বিদের ব্যাপারে তারা সন্তুষ্ট নন যদিও ২১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটাররা নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে পরিস্থিতি কি দাড়াবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা আশঙ্কা করছেন যে নির্বাচনের ফলাফল রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা শুরু হতে পারে এবং ইটালীতে বিভাজন সৃষ্টি হবে।

আজ ভোটাররা সংসদের সদস্য নির্বাচন করবে।

XS
SM
MD
LG