অ্যাকসেসিবিলিটি লিংক

মিলানের অগ্নিকাণ্ডে ২০ তলা ভবনের বাইরের আবরণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে


রোববার মিলানের ৬০ মিটার উঁচু, এই আবাসিক ভবন থেকে ধোঁয়া উড়ছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।
রোববার মিলানের ৬০ মিটার উঁচু, এই আবাসিক ভবন থেকে ধোঁয়া উড়ছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

ইতালির দমকলকর্মীরা মিলানে একটি ২০ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের অবশিষ্ট হট স্পটগুলি মোকাবেলা করছে, যা আগুনে ধ্বংস হয়ে গেছে। তবে ভবনের ভিতরে কেউ নিখোঁজ রয়েছে, এমন কোনও ইঙ্গিত নেই বলে জানিয়েছে তারা। প্রশ্ন উঠছে, বিল্ডিংয়ের উপর ক্ল্যাডিং বা আবরণ এবং আগুনের গতি সম্পর্কে। রোববার ১৫ তলার এক বাসিন্দা আগুনের খবর দেন, যিনি চলে যাওয়ার সময় অ্যালার্ম বাজিয়ে অন্য বাসিন্দাদের সরে যেতে বলেন। আগুন লাগার কারণটি তদন্তাধীন থাকলে কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে আচ্ছাদিত তাপ প্যানেলগুলির কারণে আগুনের দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাৎক্ষণিকভাবে কোনো আঘাত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এটি চার বছর আগে লন্ডনে মারাত্মক গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়, ওই দুর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল। এবং ওই ভবনের বাইরে ক্ল্যাডিং বা আবরণকে অগ্নিকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল।

XS
SM
MD
LG