অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালি সাংস্কৃতিক আদানপ্রদানের আওতায় গ্রিসকে পার্থেনন ভাস্কর্যের ভগ্নাংশ সাময়িকভাবে ফেরত দিচ্ছে


আন্তোনিও সালিনাস জাদুঘরের প্রকাশিত এই ছবিতে ইতালির পালেরমো জাদুঘরে রাখা ভাস্কর্যের টুকরোটি দেখা যাচ্ছে, ৫ই জানুয়ারী, ২০২২/ছবি আন্তোনিও সালিনাস প্রত্নতাত্ত্বিক জাদুঘর/এপি
আন্তোনিও সালিনাস জাদুঘরের প্রকাশিত এই ছবিতে ইতালির পালেরমো জাদুঘরে রাখা ভাস্কর্যের টুকরোটি দেখা যাচ্ছে, ৫ই জানুয়ারী, ২০২২/ছবি আন্তোনিও সালিনাস প্রত্নতাত্ত্বিক জাদুঘর/এপি

গ্রিসের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান বলে বিবেচিত পার্থেনন মন্দিরে একসময় যে ভাস্কর্য শোভা পেতো, ইতালি সেই ভাস্কর্যের একটি ভগ্নাংশ এ সপ্তাহে গ্রিসকে ফেরত দিচ্ছে।ইতালির জাদুঘর থেকে এই ভাস্কর্যের অংশটি ফেরত যাওয়াকে ব্রিটিশ মিউজিয়ামের জন্য এ নাগাদ সবচেয়ে জোরালো তাগাদা বলে ভাবা হচ্ছে ; কারণ সেখানেই রক্ষিত আছে পার্থেনন ভাষ্কর্যের বৃহত্তম সংগ্রহ, যেসব প্রত্নতাত্ত্বিক ভাস্কর্য গ্রিসকে ফেরত দিতে বহু শতাব্দী ধরে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ সরকার।

মার্বেলের তৈরী অংশটি সোমবার অ্যাক্রোপলিস জাদুঘরে উম্মোচন করা হবে এবং প্রদর্শিত হবে পার্থেনন শিল্পকর্মের পরিপূর্ণ অবয়বটি।

ভাস্কর্যটি ফেরত পাঠানো অ্যাক্রোপলিস জাদুঘর ও সিসিলি'র আন্তোনিও সালিনাস আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মধ্যে যুগান্তকারী আদানপ্রদানের একটি অংশ।সিসিলির ঐ জাদুঘরেঊনবিংশ শতাব্দী থেকে ভাস্কর্যটি প্রদর্শিত হয়ে আসছে।

XS
SM
MD
LG