অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজ উপদেষ্টা ইভঙ্কা ট্রাম্পের জাপান সফর


হোয়াইট হাউজের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কন্যা ইভঙ্কা ট্রাম জাপানে বক্তব্য রাখার সময় বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত বিষয়ক চাকরীতে মহিলাদের সংখ্যা যে কমে গিয়েছে তা বাড়ানোর জন্য দেশের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফরের মাত্র দু’দিন আগে তিনি জাপান সফর করছেন। মিস ট্রাম্প বলেন, উচ্চ প্রযুক্তি বিষয়ক অর্থনীতিতে মহিলাদের সংশ্লিষ্টতার বিষয়ে আরও সাহায্য সহযোগিতার প্রয়োজন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উদ্যোগে অনুষ্ঠিত "এমন এক সমাজ গড়ে তোলা যেখানে মহিলারা মহিমায় উজ্জ্বল" শীর্ষক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য ইভঙ্কা ট্রাম আমন্ত্রিত হয়ে জাপান সফর করছেন।

সমালোচকদের অভিযোগ যে প্রধানমন্ত্রী আবে ৫ বছর ধরে ক্ষমতায় রয়েছেন কিন্তু মহিলাদের উন্নতির জন্য তিনি খুব সামান্যই কাজ করেছেন। ব্যবসা ক্ষেত্রে মহিলা নির্বাহীর সংখ্যা ৪শতাংশে নীচে এবং মহিলা বিধায়কের সংখ্যা ১৪ শতাংশ। কর্মক্ষেত্রে মহিলাদের আরও অংশ গ্রহণকে উৎসাহিত করার জন্য প্রেসিডেন্ট আবে “ওমেনোমিক্স" নামের এক কর্মসূচি শুরু করেছেন।

XS
SM
MD
LG