বিশ্বে শীর্ষ যে তদন্তকারীরা অবৈধ হাতির দাঁত ও গন্ডারের শিং এর বেচাকেনার তদন্ত করেন তাদের একজনকে হত্যা করা হয়েছে।
এসমন্ড ব্র্যাডলি মার্টিন এর দেহ পাওয়া গেছে রবিবার নাইরোবিতে। তিনি ছুড়িকাঘাতে নিহত হন।
৭৫ বছর বয়স্ক ওই আমেরিকান তার কাজের জন্য সুপরিচিত ছিলেন।
Wildlife Direct এর প্রধান ড: পলা কাহুম্বু বলেছেন মার্টিনের গবেষণা, যুক্তরাষ্ট্র, কংগো, ভিয়েতনাম, নাইজেরিয়া, অ্যাংগোলা, চীন এবং সম্প্রতি মিয়ানমারে যারা হাতির দাঁতের ব্যবসা করে তাদের বার করতে সাহায্য করেছেন।